100% donation policy

100% donation policy বা ১০০% অনুদান নীতি হলো, সংস্থায় দেওয়া অনুদানগুলো পুরোপুরি নির্দিষ্ট খাতে খরচ করা। অন্য কোনো কাজে ব্যবহার না করা।

আর-রিহলাহ ফাউন্ডেশন তার নিকট আসা অনুদানের ক্ষেত্রে 100% donation policy অনুসরণ করে। কিন্তু এখানে কিছু বিষয় পরিষ্কার থাকা জরুরি।

প্রথমত, আমাদের নিকট পাঠানো সমস্ত ডোনেট বা অনুদানগুলো বিকাশ, নগদ, রকেট অথবা অন্যান্য পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আমাদের নিকট আসে।

তাই উক্ত ডোনেশনের ক্ষেত্রে দেখা যায়, মোবাইল ব্যাংকিংগুলোর নিজস্ব চার্জ আছে।

তাই ফাউন্ডেশনে অনুদান বাবদ পাঠানো টাকার ক্যাশ আউট খরচ গ্রাহকের পাঠানো টাকা থেকেই কর্তন হতে পারে।

এই জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো, মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে ক্যাশ আউট চার্জসহ পাঠানো।

এতে পরিপূর্ণ 100% donation policy অনুসরণ করা সম্ভব হয়। প্রতিটি প্রকল্প বাস্তবায়নের সময়েই আনুষাঙ্গিক আরো বিভিন্ন খরচ থাকে।

যেমন, দেশের বাহিরে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাহিরে টাকা পাঠানোর ফি, পরিবহন খরচসহ আরো বিভিন্ন খরচ। এই সকল খরচগুলো উক্ত ফান্ড থেকেই পরিচালিত হয়ে থাকে।

আর-রিহলাহ ফাউন্ডেশনে ডোনেশন বাবদ পাঠানো অর্থ অ্যাডমিন খরচ অথবা ফাউন্ডেশনের রক্ষণাবেক্ষণ খরচে দাতার অনুমতি ব্যতিত ব্যয় করা হয় না।

বর্তমানে আমার সকল ফান্ডগুলোর মধ্যে শুধুমাত্র সাধারণ ফান্ডে জমা হওয়া অর্থ থেকেই প্রয়োজনে ফাউন্ডেশনের আইটি রক্ষণাবেক্ষণ ও অন্যান্য ব্যবস্থাপনায় খরচ করা হয়।

তবে হাদিয়া বাবদ কেউ চাইলে ফাউন্ডেশনের রক্ষণাবেক্ষণের খরচে যুক্ত হতে পারেন।

এর মাধ্যমে আমাদের 100% donation policy পুরোপুরি মান্য করা সম্ভব হয়।

এটি ছাড়া ফিলিস্তিন ফান্ড, সিরিয়া ফান্ড, বিধবা ফান্ড, বন্যা ফান্ড, শীতার্ত ফান্ড, যাকাত, সাদাকা ফান্ডের টাকা 100 donation policy অনুসরণ করে প্রাপককে বুঝিয়ে দেওয়া হয়।

সম্পদের ক্ষেত্রে মুসলমানের হক

আল্লাহর মনোনীতি দ্বীন ইসলামে সম্পদ বিনষ্ট করা ও সম্পদের অপব্যয় করা একেবারে নিষিদ্ধ। পবিত্র কুরআনে বলা হচ্ছে,

আত্মীয়-স্বজন, অভাবগ্রস্থ, মুনাফিকদেরকে সাহায্য করো। তোমরা সম্পদের অপব্যয় করো না।

যারা অপব্যয় করে তারা তো শয়তানের ভাই। আর শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ। (সূরা বনী ইসরাইল, ২৬-২৭)

কুরআনের সূরা বাকারার ১৮৮ নং আয়াতে বলা হচ্ছে,

তোমরা অন্যায়ভাবে পরস্পরের মাল গ্রাস করো না এবং জানা সত্ত্বেও অসৎ উপায়ে লোকের মাল গ্রাস করার উদ্দেশে তা বিচারকের নিকট নিয়ে যেও না।

কুরআনের এই বক্তব্য দ্বারা এই কথা পরিষ্কার যে,

কারো অনুমতি ব্যতিত সম্পদ নষ্ট করা অথবা নিজের সম্পদ অবৈধপন্থায় ব্যয় করা ইসলামে সম্পূর্ণ হারাম।

Scroll to Top