কি হবে লাখ লাখ অনুসারী থেকে – আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনার লাখ লাখ অনুসারী রয়েছে। লাখ লাখ ফলোয়ার রয়েছে।
আপনার ফেইসবুক কিংবা ইন্ট্রাগ্রাম কিংবা টুইটারের রিচ অনেক বেশি। আপনার ভিডিও কিংবা আপনার কন্টেন্ট বহু মানুষ দেখে।
আপনার আপনার ইউটিউব কিংবা আপনার ফেইসুবকে ব্লু ব্যাজ পর্যন্ত রয়েছে। আপনার অ্যাকাউন্টের রিচ অনেক বেশি।
আপনি কি কখনো আপনার এই খ্যাতি, আপনার এই সফলতা, আপনার এই রিচ ইসলামের কাজে লাগিয়েছেন? আপনি কি কখনো আপনার ফলোয়ারদের নিকট ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন?
ইসলামের বাণী হলো এমন এক জিনিষ, আপনি যদি কারো নিকট ইসলামের বাণী পৌঁছে দেন তাহলে উক্ত ব্যক্তির সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন।
বর্তমানে বিভিন্ন রকম সোস্যাল মিডিয়া সাইট রয়েছে। যার মাধ্যমে আমাদের এখন পৃথিবীতে কানেক্টিং হওয়াটা খুবই সহজ হয়ে গিয়েছে।
আমরা খুব সহজেই একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অনুসরণ করতে পারি। কানেক্টিং হতে পারি। তাকে সর্বদা ফলো করতে পারি।
এমনকি আমরা যা করছি, সেটা অন্য কেউ ফলো করে সেই অনুযায়ী কাজও করতে পারে।
আমাদের বা আপনার সাজেশন অনেক ব্যক্তিই হয়তো ফলো করে।
আপনি যদি আপনার এই যশ-খ্যাতিকে ইসলামের কাজে না লাগান, আপনার ধর্মীয় কাজে না লাগান,
তাহলে আপনার যশ-খ্যাতি কোনো সফলতা বয়ে আনবে না।
এই সম্পর্কে এই হাদীস রয়েছে। যেদি সুনানে আবু দাউদ শরীফের ৪৬০৯ নং হাদীস। যেখানে নবীজি বলছেন,
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا، وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا
আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি সৎপথের দিকে ডাকবে, সে তার অনুসারীর সমান সাওয়াব পাবে, অথচ অনুসরণকারীর সওয়াব কমানো হবে না। অপরদিকে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে ডাকবে সে তার অনুসারীর সমান পাপে জর্জরিত হবে, তার অনুসারীর পাপ মোটেও কমানো হবে না।
এই হাদীসটি আমাদের সামনে বড় একটি পথ উম্মোচন করে দেয়। আপনি যাকে ডাকবেন সৎকাজে কিংবা অসৎকাজে তাহলে আপনি তার সম-পরিমাণ সওয়াব বা গুনাহের ভাগিদার হবেন।
2
কি হবে লাখ লাখ অনুসারী থেকে? আপনি যদি আজ ফেইসবুকে বা ইউটিউবে অথবা অন্য কোনো সোস্যাল মিডিয়া সাইটে একটি খারাপ কন্টেন্ট আপলোড করেন,
এবং সেটি যদি কোনো মানুষ দেখে সেই খারাপ কাজের দিকে ধাবিত হয়, তাহলে উক্ত ব্যক্তির খারাপ কাজ করার সম-পরিমাণ গুনাহের ভাগিদার আপনি হবেন।
কিন্তু অনুসারির নিকট হতে এই গুনাহ কমানো হবে না। আবার আপনি যদি কোনো ভালো পোস্ট করেন, ভালো কোনো কথা বলেন,
মানুষ যদি সেটি দেখে ভালোর দিকে ধাবিত হয় তাহলে ঐ ব্যক্তির সম-পরিমাণ সওয়াবও কিন্তু আপনি ভাগিদার হবেন।
তার সওয়াব থেকে বিন্দু পরিমাণ সওয়াব কমানো হবে না। সূরা যিলযালে একটি কথা বলা হয়েছে সর্বশেষ দুই আয়াতে।
فَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ خَیۡرًا یَّرَهٗ
অতএব, কেউ অণু পরিমাণ ভালকাজ করলে তা সে দেখবে।
وَ مَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ شَرًّا یَّرَهٗ
আর কেউ অণু পরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে।
আল্লাহ তা’আলা আমাদেরকে একটি শ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠিয়েছেন। যাদের কাজ হলো, আল্লাহর প্রতি একত্ববাদে বিশ্বাসী হওয়া।
আর সৎ কাজে আদেশ দেওয়া ও অসৎ কাজ থেকে নিষেধ করা। এ প্রসঙ্গে আল্লাহ তা’আলা সূরা আলে ইমরানের ১১০ নং আয়াতে বলেছেন,
کُنۡتُمۡ خَیۡرَ اُمَّۃٍ اُخۡرِجَتۡ لِلنَّاسِ تَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَ تَنۡهَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ وَ تُؤۡمِنُوۡنَ بِاللّٰهِ
তোমরাই হলে সর্বোত্তম উম্মত,যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে, আর আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে।
আমরা যদি এই কাজগুলোর উপর সঠিকভাবে আমল করতে পারি, তাহলে আমরা স্বার্থক ব্যক্তি হিসেবে গৃহিত হবো ইনশাল্লাহ।