
ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু সামিহা এর বয়স ১৬ মাস থেকে একটু বেশি। পরিবারসহ তারা থাকে সিলেটের পাশে সুনামগঞ্জের বড় পলিরগাঁও গ্রামে। দিনমজুর শাকিল আহমেদের মেয়ে সামিহা।
অসুস্থতাবোধ করলে সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই জানা যায় শিশুটি ব্লাড ক্যান্সার ও থ্যালাসেমিয়াতে আক্রান্ত।
আমরা শিশুটির বাবা শাকিল আহমেদের সাথে কথা বলে জেনেছি, সন্তানের চিকিৎসার জন্য ৮ লাখ টাকা প্রয়োজন। দিনমজুর অসহায় পিতার এই ভার বহনের সামর্থ্য নেই। তাই তিনি সাহায্য চেয়েছেন সকলের নিকট।
আর-রিহলাহ ফাইন্ডেশনের সাধারণ অনুদান ও যাকাত, সাদাকা ফান্ড থেকে শিশুটির চিকিৎসার জন্য অনুদান সংগ্রহ করা হবে ইনশাআল্লাহ।
এই প্রজেক্টে আগ্রহীরা “Samiha08” রেফারেন্স দিয়ে অনুদান পাঠাতে পারেন। আমরা আপনার অনুদান সামিহার বাবা শাকিল আহমাদের নিকট পৌছে দিব ইনশাআল্লাহ।
আমাদের কার্যক্রম
গত ১৩ ফেব্রুয়ারী DBC নিউজ থেকে ১৬ মাস বয়সী শিশু সামিহার ব্লাড ক্যান্সারের ব্যাপারে নিউজ করা হয়। তার বাবা দিনমজুর। তার বাবা ধর্মপ্রাণ মুসলমানদের শিশুটির সাহায্যে এগিয়ে আসার অনুরোধ করেছেন। আর-রিহলাহ ফাউন্ডেশন সামিহার জন্য অনুদান সংগ্রহ করে। সর্বেমোট সাড়ে ১০ হাজারের একটু বেশি অনুদান সামিহার জন্য আমাদের হাতে আসে। আমরা আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সামিহাকে দেখতে যাই। এখানেই চিকিৎসার জন্য তারা স্ব-পরিবারে এসেছেন। আমরা সামিহার বাবার হাতে উক্ত অনুদান তুলে দেই। মহান আল্লাহ সংশ্লিষ্ট সকলকে এর প্রতিদান প্রদান করুন। আমীন।
আগামীতেও সামিহার জন্য আর-রিহলাহ ফাউন্ডেশন অনুদান সংগ্রহ করবে ইনশাআল্লাহ। আগ্রহীরা যুক্ত হতে পারেন। এছাড়াও সামিহার বাবার সাথে সরাসরি কথা বলে তার নিকটও অনুদান পৌঁছে দিতে পারেন।
সামিহার বাবা শাকিল আহমাদের মোবাইল নম্বর: 01317875184