বিধবা তহবিল

বিধবা তহবিল আর-রিহলাহ ফাউন্ডেশনের একটি পরিসেবা। বাংলাদেশে অসংখ্য নারী রয়েছে, যাদের স্বামী মারা গেছে।

এই দম্পতির সন্তান-সন্তুতি থাকে। কিন্তু স্বামী মারা যাওয়ার পর তাদের আর্থিক অবস্থা অনেক খারাপভাবে অতিবাহিত হয়।

দেশে অনেক নারী স্বামী মারা যাওয়ার পর বিয়ে করেন না। কেউ বা বিয়ের জন্য পুরুষ পান না। কেউ সন্তানদের বড় করে তোলার জন্যই সময় ব্যয় করেন।

তাদের বিষয়ে আর-রিহলাহ ফাউন্ডেশন বিধবা তহবিল নির্ধারণ করছে।

বিধবা তহবিল থেকে একজন নারীকে মাসিক বা এককালীন আকারে অনুদান প্রদান করা হবে ইনশাআল্লাহ।

বিধবা তহবিল থেকে দুস্থ, বয়ঃবৃদ্ধা, অসহায়, প্রায় ভূমিহীন বিধবা এবং যেই বিধবার ১৬ বছর বয়সের নীচে ২জন সন্তান রয়েছে তাদেরকে অনুদান প্রদানের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়াও সর্বোচ্চ চেষ্টা করা হবে, বিধবাদের পর্দা মেনে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

যদি সম্ভব হয় তাহলে আমরা সেটিও নির্ধারণ করবো এই ফান্ড ও সাধারণ অনুদান ফান্ড থেকে।

আর-রিহলাহ ফাউন্ডেশন অনুদানের ক্ষেত্রে ১০০% অনুদান পলিসি অনুসরণ করে।

বিধবাদের সাহায্যের হাদীস

সহীহ বুখারীর ৫৩৫৩ নং হাদীসে বর্ণিত আছে,

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم السَّاعِي عَلٰى الأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ أَوِ الْقَائِمِ اللَّيْلَ الصَّائِمِ النَّهَارَ

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকীন-এর জন্য খাদ্যজোগাড় করতে চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মত অথবা রাতে সালাতে দন্ডয়মান ও দিনে সিয়ামকারীর মত।

এছাড়াও মক্কার বনু আদি গোত্রের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত নুয়াইম রা.। তিনি একেবারে শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছিলেন।

তিনি তার সম্প্রদায়ের নিকট একজন দানশীল ও মহানুভব ব্যক্তি ছিলেন। তার গোত্রের অনেক বিধবা ও এতিমের ভরণ-পোষণের দায়িত্ব তিনি নিয়েছিলেন।

এজন্য যখন তিনি হিজরত করার ইচ্ছা করলেন তখন তার গোত্রের লোকেরা বললো, আপনি কোথাও যাবেন না। আপনার যে ধর্ম ইচ্ছা, তা মান্য করুন। আর আপনি আমাদের মাঝেই থাকুন।

পরবর্তীতে নবীজি সা. এর সাথে হুদাইবিয়ার সময়ে দেখা করলে নবীজি তাকে বললেন, নুয়াইম!

আমার সম্প্রদায় থেকে তোমার সম্প্রদায় উত্তম। আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছিল আর তোমার সম্প্রদায়ের লোকেরা তোমাকে মক্কায় সমর্থন দিয়েছে।

Scroll to Top