২য় ধাপে ফিলিস্তিনের জন্য ডোনেশন প্রেরণ

আর-রিহলাহ ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে ফিলিস্তিনের জন্য ডোনেশন প্রেরণ করা হয়েছে। ফিলিস্তিনে তুফানুল আকসা শুরু হওয়ার পরই আন্তর্জাতিক ত্রান সংস্থাগুলোর মাধ্যমে পাঠানোর জন্য আমরা ফিলিস্তিনের জন্য ডোনেশন সংগ্রহ করেছি।

আলহামদুলিল্লাহ, অনেক ভাই এই আহ্বানে সাড়া দিয়েছেন। আল্লাহ সকলের নেক উদ্দেশ্য কবুল করুন।

প্রথম ধাপে ফিলিস্তিনে ১১ নভেম্বর ২০২৩ তারিখে আমরা ১৪১৪৳ ডোনেট পাঠিয়েছিলাম।

এখন দ্বিতীয় ধাপে (১১ ডিসেম্বর ২০২৩) আমরা ৪৮০৪৳ ডোনেট পাঠাতে পেরেছি।

উক্ত টাকা ফিলিস্তিনে বর্তমানে কাজ করা One Nation এর নিকট পাঠানো হয়েছে। ডোনেশন নং #293946 ।

আমাদের এবারে মোট টাকা উঠেছিল ৪৫১০৳। বাকী ৩০৮৳ প্রসেসিং খরচ, ডলারের দরপতন ও One nation কে সার্ভিস বাবদ দেওয়ার জন্য ফাউন্ডেশন বহন করেছে। সব মিলিয়ে আমরা ৪৮০৪৳ ডোনেট পাঠাতে পেরেছি।

২য় ধাপে ফিলিস্তিনের জন্য ডোনেশন

কেন ফিলিস্তিনে সাহায্য করা প্রয়োজন? – ২য় ধাপে ফিলিস্তিনের জন্য ডোনেশন

দখলদার জায়োনিস্টরা ফিলিস্তিনে আক্রমণের পর সেখানে সমস্ত বাড়ি-ঘর, অফিস, ফসলি জমি, কল-কারখানা ধ্বংস করে দিয়েছে।

এখন পর্যন্ত (১০ ডিসেম্বর ২০২৩) ১৮,০০০ এর বেশি মানুষ শহীদ হয়েছেন এবং ৪৯,৫০০ এর বেশি মানুষ আহত হয়েছেন।

যখন কোনো মুসলমান নির্যাতিত হয় তখন অপর মুসলমানের উপর নিজের সাধ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতা করা ফরজ হয়ে যায়।

যেহেতু আমরা সরাসরি গিয়ে গাজ্জাবাসীর সাথে জিহাদে লিপ্ত হতে পারছি না, তারপরও আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের নিকট আর্থিক সহায়তা পাঠাতে পারি।

সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আর-রিহলাহ ফাউন্ডেশন। জাযাকাআল্লাহ

Scroll to Top