
গাজার জন্য সহায়তা – তুফানুল আকসা শুরু হওয়ার পর থেকে ০১ বছর ৬ মাসের বেশি গেল। প্রায় ৫৫০ দিনের বেশি হয়ে গেছে এখন পর্যন্ত। দখলদার ইসরাইলিরা ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের জমি মন্ত্রণালয় জানাচ্ছে, ৭ অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ৫২,০০০ এর বেশি ফিলিস্তিনি জমি দখল করেছে ইসরাইল।
গত ০৯ এপ্রিল ২০২৫ তারিখের পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, গাজা উপত্যকায় দখলদারবাহিনীর চলমান আগ্রাসনের ফলে ৫০,৮৪৬+ জন শহীদ হয়েছেন। এছাড়াও আহত রয়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার ৭২৯+ জনের বেশি।
৭ অক্টোবর ২০২৩ এর পর ইসরাইলি হামলায় ঘর-বাড়ি হারিয়ে শরণার্থীদের ন্যায় জীবন-যাপন করছে। মাঝখানে নামকাওয়াস্তে যুদ্ধবিরতি হলেও পবিত্র রমাদান মাসে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরাইল আবার হামলা করেছে। ১৭ রমাদান ১৪৪৬ তারিখে সাহরির সময় বিমান হামলার ফলে প্রায় ৪০০+ ফিলিস্তিনি শহীদ ন। ইসরাইল প্রতিনিয়্যত হামলা করছে। গণহত্যা চালাচ্ছে। গাজ্জার সর্বত্র এখন হামলা চলছে। জায়োনিস্টরা স্কুল, খোলা জায়গা, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, শরণার্থীদের তাবুর উপর বোমা হামলা করছে। এছাড়াও ইসরাইল বর্তমানে মিসরের রাফাহ সীমান্ত দখল করে নিয়েছে।
বর্তমানে উত্তর গাজ্জার হাসপাতালগুলিতে চিকিৎসা সহায়তা, জ্বালানি, ত্রান, বিশুদ্ধ পানি ও খাবার পৌঁছানোর ক্ষেত্রে ইসরায়েলি হানাদাররা প্রতিনিয়্যত বাধা দিচ্ছে।
এছাড়াও উত্তর গাজার হাসপাতালগুলি বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। আর সেখানে কোনো খাবার নেই। গাজ্জায় প্রতি ১০ জন শিশুর মধ্যে ৯ জন অনাহারে দিন অতিবাহিত করছে।
গাজ্জায় প্রায় সকল বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। মিসরের রাফাহ ক্রসিংয়ে ত্রানের ট্রাকগুলো দাঁড়িয়ে আছে সর্বদা। কিন্তু ইসরাইল সেগুলোকে প্রবেশের অনুমতি দিচ্ছে না। ত্রানের খাবার ট্রাকেই পঁচে যাচ্ছে।
এছাড়াও গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেন, গাজ্জায় বর্তমানে সাড়ে ৩ লাখের বেশি মানুষ গুরুতর রোগে আক্রান্ত। কিন্তু তারা চিকিৎসা পাচ্ছে না। কারণ, গাজ্জায় চিকিৎসা সরঞ্জাম অবশিষ্ট নেই। আর-রিহলাহ ফাউন্ডেশন ফিলিস্তিনের জন্য অনুদান সংগ্রহে কাজ করছে।
এই টাকা বর্তমানে ফিলিস্তিনে কাজ করা আমাদের গাজ্জার স্থানীয় প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এবং আন্তর্জাতিক মুসলিম চ্যারিটি সংস্থার মাধ্যমে ও গাজ্জায় বিতরণ করা হবে ইনশাআল্লাহ।
আমাদের বিগত সমস্ত কার্যক্রম দেখতে যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা ফেসবুক পেইজে। এছাড়াও আর্কাইভ দেখতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে
Donate Now For Gaza
গাজ্জার জন্য খাদ্য
গাজ্জার মানুষের জন্য গরম খাদ্য সংগ্রহে সাহায্য করুন-
বিকাশ পেমেন্ট অপশন থেকে ডোনেশন
গাজ্জার জন্য প্রয়োজনীয়
ত্রান বিতরণের জন্য অনুদান-
বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক
গাজ্জার জন্য খাদ্য
গাজ্জার মানুষের জন্য গরম খাদ্য সংগ্রহে সাহায্য করুন-
বিকাশ পেমেন্ট অপশন থেকে ডোনেশন
গাজ্জার জন্য চিকিৎসা
গাজ্জার আহত মানুষের জন্য চিকিৎসা বাবদ অনুদান দিন-
বিকাশ পেমেন্ট অপশন থেকে ডোনেশন
গাজ্জার জন্য খাদ্য
এবং প্রয়োজনীয় ত্রান বিতরণের জন্য অনুদান-
বিকাশ পেমেন্ট অপশন থেকে ডোনেশন
গাজ্জার জন্য খাদ্য
অসহায় গাজ্জাবাসীর জন্য খাদ্য সংগ্রহে সহায়তা করুন-
বিকাশ পেমেন্ট অপশন থেকে ডোনেশন